About Us

E-porcha ওয়েবসাইটে ই পর্চা খতিয়ান অনুসন্ধান, ই নামজারি আবেদন, নামজারি খতিয়ান অনুসন্ধান, মৌজা ম্যাপ অনুসন্ধান ও ডাউনলোড এবং ভূমি উন্নয়ন কর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও এ সংক্রান্ত সরকারি নোটিশ সমূহ পাবলিশ করা হয়।

এখান থেকে আপনারা ই পর্চা খতিয়ান অনুসন্ধান, আর এস খতিয়ান অনুসন্ধান, বি আর এস খতিয়ান অনুসন্ধান, বি এস খতিয়ান যাচাই, সি এস খতিয়ান অনুসন্ধান, এস এ খতিয়ান যাচাই, পেটি খতিয়ান ও দিয়ারা খতিয়ান যাচাই, নামজারি খতিয়ান অনুসন্ধান, মৌজা ম্যাপ অনুসন্ধান ও ডাউনলোড, ভূমি উন্নয়ন কর ও জমির বন্টন হিসাব এবং EPORCHA সংক্রান্ত অন্যান্য সকল প্রকার তথ্য সেবা পাবেন।

এটি কোন সরকারি ওয়েবসাইট নয়, বরং এটি ব্যক্তিগতভাবে পরিচালিত একটি তথ্যমূলক সাইট। তবে এখানে DLRMS Land Gov Bd এর যাবতীয় সেবাসমূহ প্রাপ্তির দিকনির্দেশনা, গুরুত্বপূর্ণ তথ্য ও টিউটোরিয়াল গুলো পাবেন। আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে নির্বিঘ্নে জমিজমা সংক্রান্ত সেবা প্রাপ্তির জন্য তথ্যসেবা ও পরামর্শ প্রদান করা।

আমাদের লক্ষ্য

বাংলাদেশে জমির খাজনা, ই-পর্চা, খারিজ করা ও ভূমি সম্পর্কিত যেসকল জালিয়াতি ও প্রতারনা হয়ে থাকে, সেসকল কার্যক্রমের বিপরীতে জনসচেতনতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তাই আমাদের এই ওয়েবসাইটে বাংলাদেশের সকল সাধারন নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে এবং যাবতীয় প্রতারনা ও জালিয়াতি প্রতিহত করতে সঠিক টিউটোরিয়াল ও দিকনির্দেশনা দেওয়া হয়। আমরা চাই মানুষ যেন সরকার নির্ধারিত ফি দিয়েই নাগরিক সেবা পেতে পারে, তাদের যেন কোন প্রকার বাড়তি অর্থ প্রদান করতে না হয়।

আমাদের ওয়েবসাইটের দেওয়া দিকনির্দেশনা ও আর্টিকেল আকারে পাবলিশ করা টিউটোরিয়াল গুলো অনুসরণ করে আপনি নিজে নিজেই অনলাইনে ভূমি সংক্রান্ত নাগরিক সেবা পেতে পারেন। তাই আপনার প্রয়োজনের ভিত্তিতে প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে আমাদের E-porcha.online সাইটের পোস্টসমূহ ভিজিট করতে পারেন।

এছাড়াও আমাদের সম্পর্কে আরও বিস্তারিত ভাবে জানতে আমাদের অন্যান্য পেজ গুলো পড়ে নিতে পারেনঃ

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

“The E-Porcha.online Team”