অনলাইনে ই নামজারি খতিয়ান অনুসন্ধান করুন ২০২৫
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করে আপনার জমির মালিকানা তথ্য চেক করতে চাচ্ছেন? তাহলে ই নামজারি যাচাই (e namjari check online) করার নিয়ম জেনে নিন এই টিউটোরিয়াল থেকে।
মূলত ওয়ারিশ সূত্রে জমি পাওয়ার পর কিংবা জমির ক্রয় বিক্রয় করার পর, মালিকানার তথ্য পরিবর্তন করতে অনলাইনে ই নামজারি আবেদন করতে হয়। পরবর্তীতে আবেদনটি অনুমোদন করলে পূর্ববর্তী মালিকের তথ্য পরিবর্তন হয়ে নতুন মালিকের নামে জমি নিবন্ধিত দেখায়।
এমতাবস্থায়, আপনি যদি ই নামজারি আবেদন করে থাকেন, তাহলে জমির মালিকের নাম পরিবর্তন হয়েছে কিনা তা নামজারি খতিয়ান চেক করার মাধ্যমে জানতে হয়।
তাই এই আর্টিকেলে অনলাইনে ই নামজারি খতিয়ান অনুসন্ধান করার সবচেয়ে সহজ পদ্ধতিটি ছবিসহ ধাপে ধাপে জেনে নিন।
ই নামজারি খতিয়ান অনুসন্ধান
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য, প্রথমে https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করুন। তারপর নামজারি খতিয়ান অপশনে ক্লিক করুন।
এবার আপনার জমির বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করে প্রাপ্ত খতিয়ানের তালিকা থেকে আপনার নামের খতিয়ানে ২ বার ক্লিক করলেই e Namjari check হয়ে যাবে।
এখানে মৌজা সিলেক্ট করার পর খতিয়ানের তালিকা না পেলে “খতিয়ান নং” ঘরে আপনার খতিয়ান নম্বরটি লিখে খুঁজুন বাটনে ক্লিক করবেন। তাও যদি খতিয়ানটি না খুঁজে পান, তাহলে অধিকতর অনুসন্ধান অপশনে ক্লিক করে মালিকের নাম লিখে সার্চ করবেন।
এবার আপনার খতিয়ানটি চলে আসলে খতিয়ানের উপর ২ বার ক্লিক করবেন। তারপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে, সেখানে নামজারি খতিয়ানের তথ্য চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ
- বি আর এস খতিয়ান অনুসন্ধান
- আর এস খতিয়ান অনুসন্ধান
- মৌজা ম্যাপ অনুসন্ধান ও ডাউনলোড
- জমি খারিজ চেক
- জমির মালিকানা যাচাই
ই নামজারি খতিয়ান যাচাই
নামজারি খতিয়ান চেক করার নিয়ম হলো:
- সর্বপ্রথম, dlrms.land.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন
- নামজারি খতিয়ান অপশনে বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করুন
- “খতিয়ান নং” ঘরে আপনার খতিয়ান নম্বরটি লিখে “খুঁজুন”
- অথবা “অধিকতর অনুসন্ধান” -এ ক্লিক করে মালিকের নাম লিখে সার্চ করুন
- তালিকা থেকে আপনার নামের খতিয়ানে ২ বার ক্লিক করে নামজারি খতিয়ান যাচাই করুন।
উপরোক্তভাবে নামজারি খতিয়ান অনলাইন যাচাই করার পর, আপনার নির্ধারিত খতিয়ান নং অনুসারে জমির মালিকের নাম, দাগ নম্বর, জমির শতাংশের হিসাব ইত্যাদি তথ্য দেখতে পাবেন।
এরপর আপনি যদি নামজারি খতিয়ানের অনলাইন কপি অথবা সার্টিফাইড কপি পেতে চান তাহলে ১০০ টাকা ফি বিকাশে পরিশোধ করে আবেদন করতে হবে।
নামজারি খতিয়ান অনলাইন কপি ডাউনলোড
নামজারি খতিয়ানের অনলাইন কপি বা সারটিফাইড কপি সংগ্রহ করতে চাইলে, খতিয়ান অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য পেজে ‘ঝুড়িতে রাখুন’ অপশনে ক্লিক করবেন।
তারপর dlrms.land.gov.bd সার্ভারের ড্যাশবোর্ডে উপরের ডান দিকের ঝুড়ি চিহ্নিত বাটনে ক্লিক করতে হবে। এবার আপনি অনলাইন কপি সংগ্রহ করতে চান, নাকি সার্টিফাইড কপি সেটি সিলেক্ট করবেন। তারপর আপনার জেলা প্রশাসকের কার্যালয় নির্বাচন করে নিচের ‘চেকআউট করুন’ লেখাটিতে ক্লিক করবেন।
এরপর আপনাকে একটি একাউন্ট খুলে নিতে হবে। এর জন্য রেজিস্টার পেজে আপনার নাম ও মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড পূরন করে একাউন্ট খুলতে হবে।
তারপর লগইন করে আপনার খতিয়ানের তথ্যের জন্য নির্ধারিত পরিমান ফি পরিশোধ করতে হবে। সেখানে আপনার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নাম্বার ও ইমেইল এড্রেস, ঠিকানার তথ্য দিতে হবে।
তারপর ক্যাপচা কোডটি পূরণ করে যেকোনো একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন হলে একটি পে-রিসিপ্ট দেওয়া হবে। সেটি ডাউনলোড ও প্রিন্ট করে নিবেন।
পরবর্তীতে পেমেন্ট রিসিটে নির্ধারিত তারিখে আপনার দেওয়া জেলা প্রশাসকের ঠিকানায় উপস্থিত হয়ে নামজারি খতিয়ানের কপিটি নিতে পারবেন।